টাকা না দিতে পেরে পাম্পে প্রেমিকাকে বন্ধক রেখে উধাও প্রেমিক

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গত শনিবার  ঘটনাটি ঘটে খুলনা বিভাগের বাগেরহাট জেলায়। এ নিয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি হলে প্রেমিকার বাবা বাদী হয়ে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা সম্পর্কে জানা যায়, গত শনিবার সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোরী স্কুলে যায়। পরে দুপুর ১২টার সময় বিদ্যালয়ের সামনে পেন্সিল কেনার জন্য দোকানে গেলে বাছাড়েরহুলা গ্রামের নাজমুল ইসলাম সজিব বিদ্যালয়ের সামনে থেকে কিশোরী প্রেমিকাকে তার সঙ্গে বেড়াতে যেতে বলে। বলা মাত্র কিশোরী প্রেমিকা রাজি হয়ে যায়।

মটর সাইকেল দিয়ে চলতে চলতে ভাগা বাজার এলাকায় গিয়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে সজীব স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রোল নেয়। পেট্রোল নিয়ে টাকা দিতে না পারায় টাকার বদলে কিশোরীকে জিম্মা রেখে টাকা আনার কথা বলে চলে আসে প্রেমিক।

পরে  বিকেল হয়ে গেলে কিশোরী বাড়িতে না ফেরায় তার বাবা স্কুলে খোঁজ নেন। পরে খুঁজতে গিয়ে ফিলিং স্টেশনে কিশোরীকে পাওয়া যায়। পরে ঘটনা জানাজানি হলে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এমন কি কিশোরীর বাবাকে মারধরও করে প্রতিপক্ষ।

ঘটনার পর কিশোরীর বাবা রামপাল থানায় বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল ইসলাম সজীব, মল্লিক মনিরুল ইসলাম, ফয়সাল মল্লিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।