ফাইভ-জি (5G) সেবা আগামী ৩০শে অক্টোবরের মধ্যে চালুর নির্দেশ

Posted by on in তথ্যপ্রযুক্তি 0
1st Image

আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায়  ফাইভ-জি প্রযুক্তি নিশ্চিত করার জন্য চার মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কলড্রপ-সংক্রান্ত বিষয়ে এক সভায় এ নির্দেশনা দেন।

তিনি বলেন, এ বছরের অক্টোবর বা নভেম্বরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হতে পারে। তাই অক্টোবরকে টার্গেট করে চার মোবাইল অপারেটরকে চ্যালেঞ্জ দেন তিনি। তাছাড়া রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, আগারগাঁওয়ের মতো যেসব এলাকায় ফাইভ-জি প্রযুক্তির মুঠোফোন ও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার রয়েছে। সেসকল এলাকাকে বিবেচনায় নিয়ে ৩০ অক্টোবরের মধ্যেই এসব এলাকায় ফাইভ-জি নিশ্চিত করতে বলেন। সভায় সকল মোবাইল অপারেটরদের প্রতিনিধি এবং মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটবের) প্রতিনিধিরা উপস্থিত ছিলো।