বন্ধের পর স্কুল খুলে ক্লাসেরুমে মিললো বিশাল সাপ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে আজ বুধবার ২ জুলাই খুলেছে সকল প্রাথমিক বিদ্যালয়। কিন্তু রাজশাহির বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ খুলতেই চমকে গেছে সবাই।

শ্রেণিকক্ষ খুলেই দেখা মিলেছে বিশাল পাইথনের (ইন্ডিয়ান পাইথন)। পরে স্থানীয়রা মিলে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মানিক বলেন, দীর্ঘ ছুটি শেষে বুধবার সারা দেশের ন্যায় রাজশাহীতেও প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। ফলে সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন রয়েল কারিগর শ্রেণিকক্ষগুলোর দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে নিজ নিজ আসনে বসে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও তাদের আসনে বসার পর হঠাৎ কেউ একজন সাপটি দেখতে পায়। এতে আতঙ্কে শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। এ সময় স্থানীয়রা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

ধারণা করা হচ্ছে নদীর পানিতে সাপটি ভেসে এসে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয়। 

ঘটনায় সাপ বিষয়ে সতর্ক থাকতে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের বলা হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম।