এবার টয়লেট ভেঙে পালালেন কারাগারের ৩ কয়েদি

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

সম্প্রতি বাংলাদেশের বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে ছিলো ৪ ফাঁসির আসামি। পরে তাদেরকে পালানোর কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। তবে এবার পাকিস্তানের একটি কারাগারের টয়লেট ভেঙে বিচারাধীন তিনজন কয়েদি পালিয়ে গেছেন। যা নিয়ে দেশটিতে দ্বিতীয়বারের মতো জেল পালানোর ঘটনা ঘটলো। 

গত মঙ্গলবার (২ জুলাই) কোয়েটা থেকে ২০০ কিলোমিটার দূরের বেলুচিস্তানের কেন্দ্রীয় শহর দুকির একটি সাবজেল থেকে এই তিনজন আসামি পালিয়ে যান। 

পালিয়ে যাওয়াদের নিয়ে এসএইচও জলিল আহমেদ মারি জানান, যখন কারাগারে রাখা ১৩ জন বিচারাধীন কয়েদিকে সকালে টয়লেট ব্যবহার করার অনুমতি দেয়া হয়। তখন তাদের মধ্যে তিনজন কয়েদি টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দুকি কারাগার থেকে পালিয়ে যায়। এরা হলো আসমাতুল্লাহ, আবদুল কবির ও মুহাম্মদ সাদিক। তাদের ধরতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এ ঘটনায় নজরদারির কাজে নিয়োজিত কারা ওয়ার্ডেন ও দুই পুলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উল্লেখ্য যে, এর আগে গত রোববার (৩০ জুন) আজাদ কাশ্মিরের রাওয়ালাকোটের একটি কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনসহ ১৯ কয়েদি পালিয়ে যান।