ফ্রান্সের জাতীয় নির্বাচনে এবার বামপন্থির বিস্ময়কর উত্থান

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

বুথফেরত জরিপের তথ্য মতে এবার জাতীয় নির্বাচনে উগ্র ডানপন্থি ন্যাশনাল র‍্যালি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিস্ময়করভাবে এগিয়ে আছে বামপন্থিরা।  দ্বিতীয়  অবস্থানে আছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যপন্থি এনসেমবল জোট। আর তৃতীয় স্থানে নেমে এসেছে মেরি লা পেনের ন্যাশনাল র‍্যালি। 

ফলে বৃটেনের মতো ফ্রান্সে বামপন্থীদের উত্থানের ভূয়সী প্রশংসা করেছেন স্পেনের বামপন্থী প্রাধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাছাড়া নির্বাচনের ফলাফলকে তিনি উগ্র ডানপন্থীদের প্রত্যাখ্যান এবং সামাজিক বাম ঘরানকে বেছে নেয়া হিসেবেও উল্লেখ করেছেন।

এদিকে বামপন্থির ২৮ বছর বয়সী প্রেসিডেন্ট জর্ডান বারডেলা বলেছেন, ফ্রান্সকে তার দলের জয় থেকে বঞ্চিত করা হয়েছে। বুথফেরত জানায় তাদের জরিপ অনুযায়ী ফ্রান্স একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে। ডান ও বাম পন্থিদের মধ্যে সহিংসতার আশঙ্কায় প্যারিস ও সারাদেশে অতিরিক্ত ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।