শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক কোটাবিরোধী আন্দোলনকারীদের

Posted by on in বাংলাদেশ 0

কোটা সংস্কার আন্দোলনের নতুন এক দফা কর্মসূচি বাস্তবায়ন ও আজকের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেলে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে চার ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন তাঁরা। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

কোটাবিরোধী আন্দোলনকারীরা স্লোগান দিতে দেখা যায়
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯ টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। কোটা সংস্কারের দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল চারটায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। কোথাও আন্দোলনে বাধা দেওয়া হলে সম্মিলিতভাবে তা মোকাবিলা করা হবে।

কোটাবিরোধী আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে 
তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা কোনো সরকারি বা বিরোধী দলের এজেন্ডা বাস্তবায়ন করছে না। তারা কোনো রাজনৌতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, তার দায় সরকারের। সরকার কোটার যৌক্তিক সংস্কার করলে তাদের এই আন্দোলন করার প্রয়োজন পড়ত না।