সরকারি টাকা পেয়েই প্রেমিকের সঙ্গে পালাল ১১ গৃহবধূ

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে নিজেদের স্থায়ী ঘর নির্মাণের জন্য বেশ কয়েকটি পরিবারের হাতে এরইমধ্যে তুলে দেয়া হয়েছে বরাদ্দের প্রথম কিস্তি। এই উদ্যেগে প্রায় দুই লাখ টাকা পর্যন্ত সহযোগিতার কথা রয়েছে সরকারের। কিন্তু প্রথম কিস্তিতেই শুরু হয় বিপত্তির।

টাকা হাতে পেয়েই স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন অন্তত ১১ জন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ঘর নির্মাণের জন্য নেয়া প্রকল্পের আওতায় মহারাজগঞ্জ জেলায় প্রকল্পভুক্ত প্রতি পরিবারকে প্রথম কিস্তির ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়। টাকা দেয়া হয় পরিবারের নারী সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে। তারপরই ঘর ছাড়া হন এসব নারী। পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয় নিখোঁজ মামলা। 

উক্ত ঘটনায় ঐ জেলার ম্যাজিস্ট্রেট অনুনয় ঝা জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ১১ জন মহিলার বিরুদ্ধে তা অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। তারা বাড়ি তৈরিতে এসব টাকা ব্যবহার করেননি। সংশ্লিষ্ট বিভাগকে এসব গৃহবধুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের দেয়া কিস্তির টাকা পুনরুদ্ধারের আদেশও দেয়া হয়েছে।

এর আগেও একটি প্রকল্পের আওতায় কিস্তির টাকা পাওয়ার পর স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালান ৪ নারী। টাকা পাওয়ার পরপরই এমন কান্ড ঘটান ৪ গৃহবধূ।