১০০ ভক্তকে উপহার দেয়া হবে আইফোন ফিফটিন প্রো
আগামী ১১ই আগস্ট জ্যাকুলিন ফার্নান্দেজের ৩৯তম জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে ১০০ জন ভক্তকে দেয়া হবে আইফোন ফিফটিন প্রো। এমনই চিঠিতে লিখেছেন জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমিক সুকেশ চন্দ্র শেখরের। প্রায় ২০০ কোটি টাকার তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ এখন বর্তমানে দিল্লির কারাগারে বন্দি। তবে ১১ই আগস্ট জন্মদিনের আগেই তার প্রেমিকাকে এই চিঠি পাঠিয়েছেন তিনি। জানা যায় কারাগারে বন্দি হবার আগ পর্যন্ত তিনি জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন।