বাতিল হলো টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বাংলাদেশের সুপরিচিত 'টেন মিনিট স্কুল'র জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। আজ মঙ্গলবার সকালে আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড 'স্টার্টআপ বাংলাদেশ' অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এমনটিই জানিয়েছে তারা।

তবে এর কোনো কারণ জানানো হয়নি। অন্যদিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে একই ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, 'টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।'

এতে অনেকে কমেন্টে বলছেন যে হয়তো টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক দুদিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে  ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।’ লিখে নিজের ফেসবুকে পোস্ট দেয়ার ফলে হয়তো এমনটা করেছে স্টার্টআপ কতৃপক্ষ।