ষড়যন্ত্রকারীদের নাম পাওয়া গেছে, শিগগির অভিযান: হারুন অর রশীদ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আজ সকাল এক ব্রিফিংয়ে  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ অর্থ ও অস্ত্র দিয়ে অপরাজনীতি ও ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়েছে। তাদের সবার নামের তালিকা হাতে পেয়েছি। শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, একই গ্রুপ গুজব ও অপপ্রচার চালিয়ে এটাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে । অতিতেও তারা যুক্ত ছিলো এখনো অর্থ দিয়ে সহযোগিতা করছে । তবে আমরা তাদের কখনোই ছাড় দেইনি। 

ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে দুটি বাসে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না। স্বাধীনতাবিরোধী কয়েকটি ছাত্র সংগঠন কয়েকটি জায়গায় মিছিল-সমাবেশ করেছে। আদালতের নির্দেশনা না মেনে এই আন্দোলকে ভিন্ন দিকে চালানোর অপচেষ্টা চলছে।