পুলিশকে উদ্ধারে এলো হেলিকপ্টার

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আজ সকাল থেকেই মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। ফলে বেলা তিনটার কিছু আগে একপর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ।

 বাইরে রামপুরা ব্রিজ থেকে বাড্ডার ইউলুপ পর্যন্ত সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন ভেতর থেকেই আটকা পড়া পুলিশরা গুলি ও রাবার বুলেট ছুড়তে থাকে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। 

এক পর্যায়ে  ভেতরে থাকা পুলিশদের উদ্ধারে দু’টি হেলিকপ্টার আসতে দেখা যায়। 

এই পুলিশ ও ছাত্র সংঘর্ষে অন্তত শতাধিক আহত হয়েছেন। সেখান থেকে তাদের চিকিৎসার জন্য স্থানীয় এইমস হাসপাতালে নেয়া হয়। জানা যায় এই সংঘর্ষে স্থানীয়রাও যুক্ত হয়েছিলো। অন্যদিকে রাস্তার অন্যপাশে ছাত্রলীগ ও যুবলীগ অবস্থানে ছিলো।