মুক্ত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক
প্রায় ৩২ ঘণ্টা অনশনের পর গতকাল (১ আগষ্ট) বেলা পৌনে ২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছেড়ে দেয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে । এরা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকর, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম।
গত শুক্রবার বিকালে নিরাপত্তা হেফাজতের কথা বলে চিকিৎসারত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। পরদিন শনিবার সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং এর পরের দিন রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে।
জানা যায়, ভোর ৬ টার দিকে সমন্বয়কদের পরিবারকে জানানো হয় যে তাদের ছেড়ে দেয়া হবে। ফলে যথাসময়ে তারা যেন ডিবি কার্যালয়ে চলে আসেন। পরে নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হয়ে পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ের অভ্যর্থনা কক্ষে অপেক্ষা করতে থাকেন। দুপুর দেড়টার দিকে স্বজনদের ডিবির ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয় এবং ভেতরে প্রবেশ করার পর তাদের কাছে সমন্বয়কদের হস্তান্তর করা হয়। পরে নিজ নিজ পরিবারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা শেষ হলে ডিবি কার্যালয় থেকে কালো রংয়ের গাড়ি দিয়ে তারা বাড়িতে চলে যান।