আজ ১৫ ঘন্টা কারফিউ শিথিল থাকবে যেসকল জেলায়
ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ আজ (৪ আগষ্ট) ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থ্যাৎ ১৫ ঘন্টা শিথিল থাকবে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় এ সিদ্ধান্ত জানান তিনি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, তাই তাদের উচিৎ অসহযোগ আন্দোলন তুলে নেওয়া ও লেখাপড়ায় ফিরে যাওয়া। তাছাড় বিএনপি ও জামাত দেশকে অকার্যকর করার চেষ্টায় লিপ্ত আছে বলেও তিনি মন্তব্য করেন।