আজ সোমবার, ‘মার্চ টু ঢাকা’ আজ
আজ সোমবার থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের সমন্বয়করা। সরকার পদত্যাগের একদফা দাবিতে সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল ফেসবুকে এই ‘মার্চ টু ঢাকার ঘোষণা দেয় তারা’।
আগামী মঙ্গলবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির কথা থাকলেও পরিস্থিতি বিবেচনা করে তা একদিন এগিয়ে আনা হয়। আন্দোলনকারীদের পক্ষ হতে সব স্তরের মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। ঢাকার আশে-পাশের জেলা গুলোর প্রতি বিশেষ আহ্বান করা হয়। তাছাড়া সেখানে সেনা বাহিনীকেও জনগণের পক্ষে কাজ করার জন্য বলা হয়। বিবৃতিতে আন্দোলনকারীরা সকল কারফিউ প্রত্যাখ্যান করেন।