অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে মন্তব্য করলো জাতিসংঘ
দেশব্যাপি চলা আন্দোলন ও সহিংসতার মুখে শেখ হাসিনার পদত্যাগে যেন স্বস্তি ফিরেছে জনগনের বুকে। তবে স্বস্তির সাথে বেড়েছে সহিংসতাও। দেশের নানান জায়গায় সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয়, পুলিশ লাইনস্ ও থানায় ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফলে এই সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন অপরিহার্য হয়ে পড়েছে।
ফলে আজ মঙ্গলবার দেশের পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের এই সংকটময় পরিস্থিতিতে আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
তাছাড়া গতকাল সোমবার (৫ আগষ্ট) জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে, সব পক্ষকে শান্ত ও সংযমের থাকা ও একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দেয়ার আহ্বান জানান। তাছাড়া তিনি আরও বলেন, সেনাপ্রধানের বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ওপর জাতিসংঘ গভীর নজর রাখছে।
এর পাশাপাশি তিনি জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।