শেখ হাসিনার দেশ ত্যাগ নিয়ে মোদির জরুরি বৈঠক

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

দেশের আন্দোলনরত জনগনের আক্রোশের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগ নিয়ে জরুরি বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
হিন্দুস্তান টাইমসের তথ্য মতে সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় বৈঠকটি। বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পিকে মিশ্র, ‘র’-এর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের (আইবি) পরিচালক তপন ডেকা।
বৈঠকে  শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশত্যাগ ও বর্তমান  বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে মোদিকে অবহিত করা হয়। এরই মধ্যে বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তে সতর্কতা জারির সিদ্ধান্ত নেয়া হয়। এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল স্থগিত করা হয়।