এইচএসসি পরিক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

চলতি বছরের এইচএসসি পরিক্ষা ছাত্র-জনতার আন্দোলন ও  চলমান সহিংসতার জেরে নিদিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে তা  ১১ই আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও ফের অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরীক্ষাগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়ে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে চিঠি পাঠানো হয়েছে। জানানো হয় বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ১১ই আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন উক্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।