ঢাকা-১৮ আসন এক কেন্দ্রে ঘণ্টায় ভোট পড়লো ৩টা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আজ সকাল ৮টায় সারা দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। তবে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গিয়েছে।  উত্তরা হাইস্কুল এন্ড কলেজের ৬ নাম্বার কেন্দ্রে ভোটার রয়েছে ২ হাজার ২৭৩ জন। এই কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ৫টি বুথের মধ্যে তিনটি বুথে একজন করে ভোট দিয়েছেন। বাকি দুইটি বুথে একজন ভোটারও আসেননি। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহজালাল বলেন, আপনারা যা দেখছেন চিত্র সেটাই। পরে ভোটার আরও বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন ।