সবচেয়ে কম সময়ে ক্ষমতাচ্যুত হয়েছেন যারা
বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী পদ পাওয়ার পরও খুব অল্পসময়ের জন্য ক্ষমতায় থাকতে পেরেছেন এমন রয়েছে অনেকেই। ইতিমধ্যে এ মধ্যে নাম লিখিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলুন দেখে নেই বাকী প্রধানমন্ত্রীদের।
ব্রিটেন :-
জর্জ ক্যানিং : এর আগে ব্রিটেনে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হন তিনি। যিনি তার অফিসে মারা যায়। এর আগ পর্যন্ত মাত্র চার মাসেরও কম সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
লিজ ট্রাস : লিজ ট্রাস ব্রিটেনের সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা ছাড়েন তিনি। দায়িত্ব নেয়ার মাত্র ৪৫ দিন পরে পদত্যাগ করে অফিস ছাড়েন ট্রাস।
ভারত:-
অটল বিহারী বাজপেয়ী : ভারতের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম কার্যকাল ১৯৯৬ সালের মে মাস থেকে জুন পর্যন্ত মাত্র ১৩ দিন স্থায়ী হয়েছিলেন বাজপেয়ী।
যুক্তরাষ্ট্র :-
উইলিয়াম হেনরি হ্যারিসন : মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি ছিলেন তিনি। ১৮৪১ সালে দায়িত্ব পর মাত্র ৩২ দিনের মাথায় অফিসেই মৃত্যুবরণ করেন তিনি।