লুটের পর ৪০ হাজারে বিক্রি হাসিনার বিড়াল, আবারো ফিরলো গণভবনে

Posted by on in বাংলাদেশ 0
1st Image

৫ আগস্ট যখন গণভবন লুট শুরু হয় তখন রাজহাঁস, খরগোশ, কুকুর ও মাছের সাথে লুট হয় শেখ হাসিনার পার্সি বিড়ালও। বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়ারণ্য’ ফেসবুকে একটি পোস্টে মাধ্যমে জানায়, শেখ হাসিনার বাসভবন থেকে লুটের পর ৪০ হাজার বাংলাদেশি টাকায় বিক্রি করা হয়েছিল বিড়ালটিকে।
পরে আরেকটি পোস্টের মাধ্যমে ওই সংস্থাটি জানায়, বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) তাকে গণভবনে ফিরিয়ে আনে। ফিরিয়ে আনে হাসিনার প্রিয় জার্মান শেফার্ডটিও। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাম্মি ইসলাম নীলা নামে এক মহিলার কাছে ছিল জার্মান শেফার্ড কুকুরটি। যদিও এর সত্যতা যাচাই করা হয়নি।
সংগঠনটির তরফে জানানো হয়, যে সব পশুপাখি গণভবন থেকে লুট করা হয়েছিল, তাদের ফেরানোর চেষ্টা করছে তারা। শুধু তা-ই নয়, ওই পশুপাখিদের যাতে যত্ন হয়, সে দিকেও নজর দিয়েছে তারা। তবে লুটের পর অনেকেই ফিরিয়ে দিয়েছেন হাসিনার কিছু পোষ্য। যার তালিকায় রয়েছে বিড়াল এবং কুকুর। তবে তার গোল্ডেন রিট্রিভারের এখনও কোনও খোঁজ মেলেনি বলে জানায় সংস্থাটি।