‘নির্বাচনের ঘোষণা এলেই দেশে ফিরবে শেখ হাসিনা’

Posted by on in বাংলাদেশ 0
1st Image

শেখ হাসিনার দেশত্যাগের পরপরই এক ভিডিও বার্তয় জয় জানিয়েছিলেন, তার মা আর রাজনীতিতে ফিরছেন না।  বাংলাদেশে এখন কী হবে তা তার পরিবারের কাছে এখন আর বিবেচ্য নয়। কিন্তু অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণা এলেই পল্টিখান তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আভাস দিতে থাকেন।
বিভিন্ন সাক্ষাৎকারে জয় বলেন,  দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি আছি। দলকে বাঁচাতে যা করা প্রয়োজন তা আমি করব। শেখ হাসিনার আগমী পরিকল্পনা সম্পর্কে দ্য টাইমস অব ইন্ডিয়াকে টেলিফোনে তিনি বলেন, কোনো দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার নেই। তিনি আপাতত ভারতে থাকবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয়ী হবে। কারণ, দেশে দলটির বিপুল সমর্থক আছে। অন্যদিকে পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একই কথা বলেন জয়।
অল্প সময়ের নোটিশে মায়ের প্রাণ রক্ষার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানান জয়। পাশাপশি শেখ হাসিনার যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবরকে ‘গুজব’ বলে তা নাকচ করে তিনি।