আমার মা পদত্যাগ করেননি, তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী: জয়
শুক্রবার ওয়াশিংটনে থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করে সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। কারণ তিনি পদত্যাগের সময় পাননি। তিনি একটি ভাষণ দিতে এবং পদত্যাগ পত্র জমা দেওয়ার পরিকল্পনা করছিলেন। তবে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে থাকে এতে আমার মা জিনিসপত্র গোছানোর সময়ও পাননি। দেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
অন্তবর্তীকালীন সরকার সম্পর্কে তিনি আরও বলেন, যদিও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেনাপ্রধান এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব।
এর আগে এক ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় তার মা আর রাজনীতিতে ফিরবেনা বলে থাকলেও রয়টার্সের সাক্ষাৎকারে তারা আবারও রাজনীতিতে ফিরছে বলে স্পষ্ট উল্লেখ করেন।
সেখানে তিনি বলেন, “আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে। আমি নিশ্চিত, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। যদি তা না হয়, আমরা বিরোধী দল হব।”
উল্লেখ্য যে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আন্দোলনকারীরা ঢাকা প্রবেশের পর দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে এবং দুপুর আড়াইটার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে ভারতের পথে রওয়ানা হন। পদত্যাগের বিষয়টি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক ব্রিফিংয়ে নিশ্চিত করেন।