পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আন্দোলনরত ছাত্রদের তোপের মুখে আজ দুপুরে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কালবিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। এবং আমি আশা করবো যে, এটা খুব দ্রুত, কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।