৮৮ লাখ টাকাসহ প্রাইভেট কার আটক করলো শিক্ষার্থীরা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আজ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সাহেপ্রতাপ মোড় এলাকায়  ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের হাতে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ একটি প্রাইভেট কার আটক হয়েছে। ঘটনায় গাড়িতে থাকা সন্দেহভাজন ড্রাইভারসহ ৩ জনকে আটক করে র‌্যাব। 
শিক্ষার্থী ও আনসাদের সূত্রে জানা যায়, নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় অন্যান্য দিনের মতো  ট্রাফিক দায়িত্ব পালন করছিলো শিক্ষার্থীরা। পাশেই ছিলো আনসার সদস্যেরা। সাধারণ জিঙ্গাসার সময় ভৈরবগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হয় শিক্ষার্থীদের। পরে গাড়িটি তল্লাশি শুরু করে  শিক্ষার্থীরা। তল্লাশিতে গাড়িতে থাকা দুটি ব্যাগ থেকে বড় বড় টাকার বান্ডেল বের করে। তখন প্রাইভেট কারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
এমন ঘটনায় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী জানানো হলে গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। গণনা শেষে,  ৮৮ লাখ ৫০ হাজার টাকা আছে বলে জানানো হয়।
সর্বশেষ তাদের জিঙ্গাসাবাদে উক্ত টাকার উৎস ও মালিক সম্পর্কে এখনও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।