বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ১১ জন আটক

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সাবেক আওয়ামী লীগ সরকার পতনে ভারতে পালিয়ে যাচ্ছিলো তারা। গতকাল সোমবার (১২ ই আগস্ট) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়।
সেখানে বিএসএফের উপ-মহাপরিদর্শক অমিত কুমার ত্যাগী এএফপিকে বলেন, “বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অনুমতি চেয়ে আরও শতাধিক বাংলাদেশি নাগরিক সীমান্তে অপেক্ষা করছে। অনুমতি না মেলায় অনেকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের চেষ্টাও করছে। অনুমতি না মেলায় তাদের মধ্যে অনেকে নো-ম্যানস ল্যান্ডে অপেক্ষা করছেন।”
বাংলাদেশের সাথে ভারতের প্রায় ৪ হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। যেখানে এই সীমান্তের বেশির ভাগই অরক্ষিত। নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল। কিন্তু সাবেক আওয়ামী সরকার পতনের পর এই নিরাপত্তা জোরদার করেছে ভারত। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত ব্শ্বিশর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার একটি পোস্টে জানায়, রোববার রাত দেড়টার দিকে চার বাংলাদেশি নাগরিক ভারত-বাংলাদেশ সীমান্তের করিমগঞ্জ সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে সেখানে পুলিশ কার্যকরভাবে জিরো পয়েন্টে হস্তক্ষেপ করায় তারা তাৎক্ষণিকভাবে তাদের অবৈধ অনুপ্রবেশে বাধা দিতে পেরেছে।
দেশে সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়। এতে অস্থিতিশীলতা বেড়ে যায়। ফলস্বরুপ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও ভারতে পালিয়ে যায়। বিমানবন্দরে কিছু এমপি ও মন্ত্রী আটক হলেও বেশির ভাগ অবৈধ অনুপ্রবেশের সময় সীমান্তে আটক হচ্ছে। ফলে উভয় দেশে একটি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।