হাসিনা, হারুন ও কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলার আবেদনের প্রেক্ষিতে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিবি হারুন এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেয়ার আদেশ দিয়েছে আদালত। আজ (১৩ আগস্ট) মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এই আদেশসহ মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। এর পাশাপাশি সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও এতে অজ্ঞাতনামা হিসেবে আসামি রয়েছে।
মামলাটি করেছেন আদাবর এলাকার একজন বাসিন্দা। তিনি ঐ এলাকার একজন বিশিষ্ট  ব্যবসায়ী যিনি এস এম আমীর হামজা শাতিল নামে পরিচিত। তিনি জানান, নিরীহ নাগরিক হত্যার সুষ্ঠ বিচারের উদ্দেশ্যে বাদী হয়ে তিনি এই মামলা করেছেন।