টুকু, পলক ও তানভিরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করলো আদালত
সাবেক শেখ হাসিনা সরকারকালীন সময়ে বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার ঘটনা ঘটে। হত্যার অভিযোগে করা মামলায় আসামী করা হয়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসানকে।
মামলার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম। বেলা ৩টা ৫০ মিনিটে তাদের আদালতে হাজির করলে এসময় তাদেরকে লক্ষ করে বিক্ষুব্ধ আইনজীবীরা ‘পলকের দুই গালে জুতা মারো তালে তালে’, ও ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে কোটা বিরোধী আন্দোলনের সময় গত (১৯ আগস্ট ) গুলিবিদ্ধ হয়ে এক গলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া (৩৯)। এ ঘটনায় গত (২০ আগস্ট) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করে একটি হত্যার মামলা করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন (৩৬)।
স্থানীয়রা জানায়, ১৯শে জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত কামাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় পল্টন মডেল থানার বটতলা গলির মুখে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তার স্ত্রী ও মেয়ে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক কামাল মিয়াকে মৃত ঘোষণা করে।