অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৪ উপদেষ্টায় থাকছেন যারা
গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়ার পর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এর পরপরই সহ উপদেষ্টা পরিষদের শপথ নেন আরো ১৭ জন।
১৭ জন সহ উপদেষ্টার পর আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন নবগঠিত উপদেষ্টা হিসেবে আরও নতুন চারজন শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের সময়সূচি সম্পর্কে
প্রেসিডেন্টের দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, আজ বিকাল ৪টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা সহ নতুন ৪ জন উপদেষ্টারা উপস্থিত থাকবেন। তারা হলো :-
১. অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ
২. সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার
৩. সাবেক বিডিআর ডিজি লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী ও
৪. সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।