নতুন দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেল নাহিদ-আসিফ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

নতুন চার উপদেষ্টার শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পূণর্বন্টন করা হয়। এর মধ্যে নতুন চার উপদেষ্টার মধ্যে তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বায়িত্ব এবং পুরনো উপদেষ্টাদের মধ্যে আসিফ ও নাহিদকে ও আসিফ নজরুলকে নতুন মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দেয়া হয়। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রে এ সকল তথ্য জানানো হয়।
নতুন দ্বায়িত্বের মাঝে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে সমন্বয়ক আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি দেয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এছাড়াও পূর্ণবন্টনে ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। অর্থ্যৎ এখন থেকে ওনাকে মোট তিন মন্ত্রণালয়ের দ্বায়িত্ব সামলাতে হবে।
পূর্ণবন্টনে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বাদ পড়েন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন। তাকে দেয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন সরাষ্ট্র উপদেষ্টা হন লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবে।