গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বল অভিযোগ করেছে তার পরিবার।
সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে আটক করে নিয়ে গেছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়েও কিছু জানানো হয়নি, বলে অভিযোগ করেছে সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন।
ঘটনা সম্পর্কে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, সাবেক মন্ত্রীর বাসা থেকে ফোন আসলে আমি সেখানে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখতে পাই, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসেছেন এবং রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন।
সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
