শেখ পরিবারের কে কোথায় আছে এখন?
অভাবনীয় ৩৬ দিন স্থায়ী গণআন্দোলনে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ। ভেঙে যায় আওয়ামীলীগ রাজনৈতিক দলের মেরুদন্ড। পরিস্থিতি আঁচ করতে পেরে আওয়ামী মন্ত্রী-এমপিদের অনেকে আগ থেকেই বিদেশে পাড়ি দেন। শেখ পরিবারের কয়েকজনও ৫ই আগস্টের আগেই দেশ ছাড়েন।
সর্বশেষ ৫ই আগস্ট দেশ ছাড়েন শেখ পরিবারের প্রধান দুই সদস্য শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। অনেক নির্ভর সূত্রের মতে শেখ পরিবারের অনেকেই এখন আর দেশে নেই।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত আছেন। শেখ হাসিনার পতনের পর তার মা ও খালার সাথে তার দিল্লিতে সাক্ষাৎ হয়। বর্তমানে তারা দিল্লিতেই অবস্থান করছেন। এদিকে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লন্ডনে অবস্থান করছেন। তিনি একজন বৃটিশ মন্ত্রী। শেখ হাসিনার পতনের সময় তিনি ও তার ভাই রেদওয়ান সিদ্দিক দেশের বাইরে ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস বঙ্গবন্ধু পরিবারের আরো এক সদস্য। তিনি হাসিনার পতনের দুই দিন পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর চলে যান।
শেখ ফজলে নূর তাপসের বড়ভাই শেখ ফজলে শামস পরশ দেশে আছেন কী না এ নিয়ে সঠিক কোন তথ্য নেই। তবে ধারণা করা হচ্ছে আন্দোলন চলাকালে কোন এক সময় তিনি দেশের বাহিরে চলে যান। বঙ্গবন্ধু পরিবারের সদস্য আবদুল হাসানাত আব্দুল্লাহ আন্দোলনের শুরুতেই তার ছোট ছেলেকে নিয়ে তিনি ভারতে চলে যান।
এরপর আজমীর শরীফ ও এমপি শেখ হেলাল সরকার শেখ হাসিনার পতনের আগেই দেশ ছাড়েন। এদিকে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, হাসানাত আব্দুল্লাহ’র ছোট ভাই, এমপি শেখ সারহান নাসের তন্ময় ও শেখ হেলালের ভাই দেশেই আত্নগোপনে আছেন বলে জানা যায়।