১২২ বছর পূর্বে খনিতে আটকা পড়া এক মৃত শ্রমিকের চিঠি ভাইরাল

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

১৯০২ সালে আমেরিকার টেনিস শহরের একটি কয়লা খনিতে ঘটে যায় দেশটির সবচেয়ে খারাপ খনি বিপর্যয়। হঠাৎ বিস্ফোরনে বন্ধ হয়ে যায় খনিমুখ। ভেতরে তৎক্ষণাত মারা যায়  ১৯০ জন ও আটকা পড়ে ২৬জন শ্রমিক। নিজেদের রক্ষা করতে খনির আরো ভিতরে চলে যান তারা। কিন্তু আস্তে আস্তে নিশ্বাস বন্ধ হয়ে যায় তাদের। বুঝতে পারে বাঁচার আর কোন সম্ভাবনা নেই তাদের।
জীবনের শেষ মূহুর্তে দাড়িয়ে এই সময় তার স্ত্রীকে একটি চিঠি লিখেন  এলেনকে জ্যাকব নামক এক শ্রমিক। তিনি লিখেন, “খারাপ পরিস্থিতিতে তোমায় রেখে যেতে হচ্ছে আমায়। আমার সন্তানদের মানুষ করার জন্য ঈশ্বরের উপর আস্থা রেখো। এলেন, আমার ছোট্ট লিলির খেয়াল রেখো।
 আমরা আহত হইনি। এখানে আমরা মাত্র কয়েকজন আছি। বাকিরা কোথায় রয়েছে জানি না। তোমাদের সবার সাথে আমাদের স্বর্গে দেখা হবে।”
শ্রমিকের লেখা সেই চিঠিটি ১২২ বছর পর ইন্টারনেটে ভাইরাল হয়। আবারো মনে করিয়ে দেয় সেই হৃদয় বিদারক ঘটনাটি।