ভিপিএনের কারণে ইন্টারনেট স্লো হয়ে গেছে : পাকমন্ত্রী ফাতিমা খাজা

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

পাকিস্তানের ইন্টারনেট স্লো হওয়ার পেছনে সরকারের কোন হাত নেই বরং ভিপিএনের অতিরিক্ত ব্যবহার ইন্টারনেটের গতিকে প্রভাবিত করেছে বলে জানায় দেশটির তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফাতিমা খাজা।
এক সংবাদ সম্মেলনে ফাতিমা খাজা বলেন, ’আমরা একটি নিদিষ্ট পরিষেবা বন্ধ করেছি । তখন ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করতে শুরু করে। ফলে (ভিপিএন) স্থানীয় ইন্টারনেট পরিসেবাগুলোকে বাইপাস করে এক পর্যায়ে ইন্টারনেটের গতিকে কমিয়ে দেয়।’
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভিপিএন নয় বরং সরকার একটি ফায়ারওয়াল ব্যবস্থা পরিক্ষা করছে যা নেটওয়ার্ক ট্র্যাফিকের ওপর নজর রাখতে এবং অনলাইনে মানুষের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়।  আইট বিশেষজ্ঞ  মালিক মুদাসসার জানান, ‘ভিপিএনের অতিরিক্ত ব্যবহার কেবল ১০ থেকে ১৫ শতাংশ স্বতন্ত্র ব্যবহারকারীর সংযোগকে সাময়িক কমাতে পারে, এটি কোনভাবেই দেশব্যাপী ইন্টারনেট সমস্যা সৃষ্টি করে না।’
এআরওয়াই নিউজের এক সাক্ষাৎকারে মুদাসসার জানান, ‘জাতীয় ফায়ারওয়াল এবং কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম চালু করেছে সরকার যা মূলত  ইন্টারনেটের গতি কমিয়েছে।’
সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট ইমরান খানকে মুক্তির দাবিতে পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আগামী ৩০ আগস্টের মধ্যে তাকে মুক্তি দিতে আল্টিমেটামও দিয়েছে তারা। এরই মধ্যে বাংলাদেশের মতো ছাত্র বিক্ষোভ দমনে নিদিষ্ট যোগাযোগ মাধ্যম বন্ধ, ইন্টারনেট স্লো করাসহ নানা কৌশল অবলম্বন করছে দেশটির সরকার।