১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ডলার
ছাত্র আন্দোলন চলাকালিন সময়ে শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধপথে টাকা পাঠানো অনেকটাই বন্ধ করে দেন প্রবাশিরা। প্রথমে ব্যাংক ও পরে হুন্ডি উভয়ই পথেই কমে যায় রেমিট্যান্স। ফলে টানা তিন মাস যেখানে রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এসেছে যেখানে জুলাই মাসে তা কমে দুই বিলিয়নের নিচে চলে আসে।
পরে ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বৈধ পথে হু হু করে বাড়তে থাকে রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্যে মতে শুধু চলতি মাসে (আগস্টের) প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। যেখানে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ডলার ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলার।
এদের মধ্যে কোন রেমট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১০টি। যার মধ্যে পরিচিত কয়েকটি ব্যাংক হলো, বিডিবিএল, রাকাব,কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক।