বাতিল হচ্ছে হাসিনাসহ সাবেক এমপি-মন্ত্রীদের পাসপোর্ট

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বিদায়ী সরকার হাসিনা, তার এমপি-মন্ত্রী ও সংসদ সদস্যেদের কূটনীতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে এই কূটনীতিক পাসপোর্ট বাতিলের জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।

 

দেশ ছেড়ে শেখ হাসিনা পালানোর পর লাল পাসপোর্টে সুবাদে আশ্রয় নেয় ভারতে। ফলে ধারণা করা হচ্ছে পাসপোর্ট বাতিল হলে তিনিএখন নতুন জটিলতায় পড়তে পারেন। একই সাথে জটিলতায় পড়বে বাকী সাবেক এমপি ও মন্ত্রীরা। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ১৫ই জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, লাল পাসপোর্টের সুবাদে এর ধারক অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। এটি বাতিল হলে পরবর্তীতে তারা কীভাবে অবস্থান নিবেন এ নিয়ে এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

 

সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব বলেন, ‘পাসপোর্ট গুলোকে আমাদের সিস্টেম থেকে মুছে ফেলতে হবে। যদি কেউ আত্মসমর্পণ করে তবে তো হলোই। আর যদি কেউ না করে তাই আমরা এটা করছি । যাতে কেউ সারেন্ডার না করলেও তার পাসপোর্ট অ্যাকটিভ না থাকে। এটিকে সিস্টেম থেকে বাতিল করা হবে।’ তিনি আরও বলেন, ‘বাতিলের কাজ চলছে। এরই মধ্যে পাসপোর্টের ডিজিকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হছেছে। আমরা হয়তো অফিসিয়ালি বৃহস্পতিবার (আজ) জানিয়ে দিতে পারব।’
আরও বলা হয়, যেসকল সাবেক মন্ত্রী-এমপি’র নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে’।