এইচএসসির ফলাফল নিয়ে যা জানালো শিক্ষা উপদেষ্টা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গত বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইচএসসি পরিক্ষার ফলাফল নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সম্মেলনে তিনি বলেন, ‘ এইচএসসির পরিক্ষা অর্ধেক হয়েছে। এই পরীক্ষাগুলো এবং এসএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে। তবে এটা আমার এককভাবে বলার কোনো বিষয় নয়। এটার জন্য এক্সপার্ট কমিটি আছে। সেই কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
বাতিল হওয়া পরীক্ষাগুলো কীভাব মূল্যায়ন হবে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন,‘এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কালকে যে ঘটনা ঘটেছে তারপরে চিন্তা করার সুযোগ পাইনি। আমি আগে থেকই কিছু বলবো না, শিক্ষা বোর্ডগুলোর আসল সিদ্ধান্ত নেয়ার কথা। যেহেতু অর্ধেক পরীক্ষা হয়ে গেছে এখন এগুলো সব মিলে কী করবেন, সেটা এখনো আমি জানি না। আমার সরাসরি সে সিদ্ধান্ত নেয়ার কথাও না, এটা এক্সপার্টরা দেখবেন।’