বাঁধ খুলে দেওয়ার পর মুখ খুলল ভারত

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

বাংলাদেশের ১২০ কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার পর অবশেষে মুখ খুলেছে ভারত। আজ বৃহস্পতিবার  ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়েরর অফিশিয়াল ওয়েবসাইটে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। 
বিবৃতিতে বলা হয়, ”সম্প্রতি আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি বাস্তবে সঠিক নয় ।“


আরও বলা হয়, “বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ অববাহিকার পানির কারণে। তাছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকাতে গত কয়েকদিন ধরে এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ফলে ভারী প্রবাহের পানির স্বয়ংক্রিয় মুক্তকরণ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশে বন্যার তাৎক্ষণিক তথ্য প্রেরণ করছি।”


বন্যা পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ ভারত ও বাংলাদেশের মধ্যে নদীতে বন্যা একটি অভিন্ন ও যৌথ সমস্যা। যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।  যেহেতু দুটি দেশ ৫৪টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী ভাগাভাগি করছে তাই নদীর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”