বন্যার্তদের জন্য ৫০০ টন ত্রাণ পাঠাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার্তদের সহায়তায় ৫০০ টন ত্রাণ পাঠাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি জানান, গতকাল তাৎক্ষণিক তিনটি ট্রাকে ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী ফেনীর উদ্দেশ্য পাঠানো হয়। যা মোট পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। রান্নার পরিস্থিতি না থাকার কারণে সেখান থেকে ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি দেয়া হবে।
পোস্টে তিনি আরও লেখেন, দ্বিতীয় ধাপে ৩৫ হাজার পরিবারের জন্য ৫০০ টন ত্রাণসামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে এর কেনাকাটা সম্পন্ন হয়েছে এবং আগামীকাল শুক্রবার মালামাল ঢাকায় প্যাকেজিং হবে বলে তিনি নিশ্চিত করেন। ৫০০ টনের ত্রাণের মধ্যে রয়েছে ২০০ টন চাল, ২০ হাজার বোতল তৈল (২ লিটারের) ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০ হাজার পিস পানির বোতল (৫ লিটার) এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই। যারা সেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে চান তাদেরকে আস-সুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগের জন্যও পোস্টে আহ্বান জানান তিনি। আর যারা প্যাকেজিং সেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে চান তাদের সকাল সাতটা ও বিকেল তিনটায় মাদরাসাতুস সুন্নাহর মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের সুবিধা দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।