বিচারপতি মানিকের দালাল ধরে ভারতে পালানোর চেষ্টা অতপর..

Posted by on in বাংলাদেশ 0
1st Image

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টায় ভারতে পালানোর সময় আটক করে বিজিবি।  কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় তাকে ডনা বিজিবি ক্যাম্পে আটক করা হয়। আটকের পর বিজিবি সদরদপ্তর এসব তথ্য নিশ্চিত করে।

আটকের হওয়ার পর তিনি স্থানীয়দের জানান,  দালাল ধরে তিনি সীমান্ত পার হতে চেয়েছিলেন। এ জন্য শুধু নৌকার মাঝিকে তিনি ১৫ হাজার টাকা দেন। এক ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিককে প্রশ্ন করছে কয়েকজন আর তিনি উত্তর দিচ্ছেন। তাদের নানান প্রশ্নের উত্তরে তিনি জানান, আগের দিন তার কাছে ৬০-৭০ লাখ টাকা ছিলো ঐগুলো দুই যুবক তাকে মারধর করে নিয়ে গেছে। এখন তার সাথে একটি বাংলাদেশি ও একটি বৃটিশ পাসপোর্ট এবং নগদ ৪০ হাজার টাকা আছে। তাছাড়া দালালদের হাতে মারধর ও নিজের অসুস্থতার কথাও বলেন তিনি।

কেন দেশ ছেড়ে পালাচ্ছে জিঙ্গাস করলে তিনি বলেন, ভয়ে পালাচ্ছি। কীসের ভয় জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের। অন্য আরেক ভিডিওতে তাকে কলা পাতায়  শুয়ে থাকতে দেয়া যায়। সেখানে একজনকে টাকা দেয়ার কথা বললে তিনি টাকা নিতে অস্বীকৃতি জানায়।

উল্লেখ্য যে, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরি মানিক আওয়ামীলীগ সরকারের ঘোর সমর্থক ছিলেন। নানান টিভির টকশোতে তিনি আলোচনা করতেন। সাবেক সরকার পতনের পূর্বে এক টিভির উপস্থাপিকাকে রাজাকার বলে সমালোচনায়ও আসেন তিনি।