দেবে গেল রেললাইন
অতি ভারি বর্ষনে দেবে গেছে রেললাইন। নাটোরের লালপুরে ঘটেছে এই ঘটনা। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আব্দুলপুর এবং আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় এ দৃশ্য দেখা যায়। এমন পরিস্থিতিতে প্রথম প্রায় পাঁচ ঘণ্টা ক্ষতিগ্রস্ত লাইনটি দিয়ে রেল চলাচল বন্ধ রাখা হয়। পরে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান, এলাকায় প্রচুর বৃষ্টিপাতের পর শুক্রবার দুপুর ১২টার দিকে ঘোষপাড়া ভাঙা এলাকায় রেললাইনের এক অংশ দেবে যাওয়ার খবর পাওয়া যায়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে উর্দ্ধতন কতৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত মেরামতের কাজ শুরু করা হয়। এরপর মেরামতের কাজ শেষ হলে বিকেল সাড়ে ৫টার দিকে ওই লাইন দিয়ে আবারো রেল চলাচল শুরু করে।