সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরাতে আইনি নোটিশ

Posted by on in খেলা 0
1st Image

সাবেক সরকার পতনের পর সম্প্রতি মামলা হতে থাকে একের পর এক সংসদ সদস্যদের বিরুদ্ধে। সম্প্রতি এতে বাদ যায়নি ক্রিকেটার সাকিব আল হাসানও। ৫ই আগষ্ট ছাত্র মিছিলে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ এবং মদদে পুলিশের গুলি ছোড়া নিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাকিব আল হাসানসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন মিছিলে নিহত গার্মেন্টসকর্মী রুবেলের বাবা।  মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় সাকিব আল হাসানকে।

বর্তমানে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে রাওয়ালপিন্ডি টেস্ট খেলছেন সাকিব খান। দেশের বাহিরে থাকায় মামলা হওয়ার পরেও তার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় আজ শনিবার (২৪ আগস্ট) সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। আইনি নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

আইনি নোটিশ সম্পর্কে সজীব মাহমুদ জানান, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় দলে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই তাই দ্রুত তাকে ক্রিকেট দল থেকে বাদ দিয়ে তদন্তের স্বার্থে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, গার্মেন্টসকর্মীদের মিছিলে গুলি ও রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে মাগুরা-১ আসনে সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় মামলাটি করা হয়।