পানির চাপে ভেঙে গেছে মুছাপুরের ক্লোজার স্লুইস গেট
আজ সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে মুছাপুর ক্লোজার স্লুইসগেটটি ভেঙে যায় । হঠাৎ গেইট ভাঙার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
স্থানীয়রা বলেন, পানির তীব্র চাপ সহ্য না করতে পেরে আজ সকালে রেগুলেটরটি ভেঙে যায়। আমরা এখন অসহায়। আমাদের মুছাপুর ক্লোজার শেষ। এখন একটু জোয়ারেই পুরো কোম্পানীগঞ্জ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া কোন উপায় নেই।
জানা গেছে, ভারতে উজানের সময় ফেনী মুহুরী নদীর পানি ও ভারী বর্ষণের
সময় কোম্পানীগঞ্জের পানি একত্রে মুছাপুরের স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেট হয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু এবার পানি যাওয়ার সময় পানির তীব্র চাপে রেগুলেটরটি ভেঙে ব্রিজের উপর থাকা একটি সিএনজি অটোরিক্সা সহ পানিতে তলিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার (ইউএনও) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, পানির তীব্র চাপে রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মেরামত ও পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারগণের কাজের সুবিধার্থে রেগুলেটর-সংলগ্ন এলাকায় ভিড় না করার জন্য সবিনয় অনুরোধ করছি।
পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, আমরা এই বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।