অতিভারি বৃষ্টিপাতের শঙ্কায় ভারতের ১০ রাজ্যেয় অরেঞ্জ এলার্ট জারি

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

 

ভারতে নিম্নচাপ ক্রমেই গভীর নিম্নচাপে রুপ নিচ্ছে। বর্তমানে এটি ঝাড়খণ্ড থেকে সরে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা রাজস্থানের চিতোরগড় থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। এমতাবস্থায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কায় ভারতের ত্রিপুরাসহ  ৯ রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

গতকাল রোববার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার 
এক প্রতিবেদনে বলা হয়, ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কায়  ভারতের বিভিন্ন রাজ্যেতে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

রাজ্যেগুলো হলো - গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এ ছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।

ইতিপূর্বে  বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরায় রেকর্ড পরিমান বৃষ্টি হওয়ায় পরবর্তীতে তা বাংলাদেশেও প্রবেশ করে এবং কয়েকটি জেলায় ব্যাপক বন্যা সৃষ্টি করে। এরই মধ্যে আবার নতুন করে ১০টি রাজ্যেতে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত দেখা দিলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। সর্বশেষ তথ্যমতে ভারি  বৃষ্টিপাতের শঙ্কায় এখন পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা জারি রেখেছে আইএমডি।