ঢাকার ৩০ জায়গায় ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বি‌ক্রি হবে

Posted by on in অর্থনীতি 0
1st Image

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০ স্থানে গরুর মাংস ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এছাড়া খাসির মাংস বিক্রি করা হবে ৯০০ টাকা কেজি এবং ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংস বিক্রি করা হবে ২৮০ টাকা কেজিতে ।
সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
তিনি বলেন, ররমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে মাছ ও মাংস বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকার ৩০ স্থানে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে গরুর মাংস বিক্রি করা হবে ৬০০ টাকায়, খাসির মাংস ৯০০ টাকা, সলিড ব্রয়লার বিক্রি হবে ২৮০ টাকায়।প্রতিটি ডিম সাড়ে ১০ টাকায় বিক্রি হবে। এটা হলো আমাদের একটি অন্তবর্তীকালীন ব্যবস্থা। আগামী ১০ মার্চ উদ্বোধনের পর থেকে ঈদের আগের দিন পর্যন্ত চল‌বে।
তিনি বলেন, ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী আরও বলেন, মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।