এবার কী যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ!

Posted by on in বাংলাদেশ 0
1st Image

৫ আগস্ট ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেকে আওয়ামী সরকারের পতনের মধ্যে দিয়ে দেশ ছেড়েছেন হাসিনা। হাসিনার পতনের পর রাজনৈতিক আওয়ামী ঝান্ডা হাতে নিয়ে কয়েকদিন বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয়। এর পর তিনি নিশ্চুপ হয়ে যান। এর সাথে নিশ্চিুপ ছিলো আ.লীগের অফিসিয়াল ফেসবুক পেজটি।

বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ আবার সক্রিয় হয়েছে পেজটি। পেইজের এক পোষ্টে দলীয় নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নাম্বার দেয়া হয়। পোষ্টে বলা হয়, ‘আপডেট‼️ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

awamiligue_Official_Fb_page

তথ্য অনুযায়ী পোষ্টে দেয়া নাম্বারটি যুক্তরাষ্টের এবং পূর্বের নাম্বারটি ছিলো বাংলাদেশি- ০১৩১২১১১৯৭১।