সাকিবকে বাদ করলো বিএসইসি
হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান। তবে এই জয়ের পূর্বে থেকেই সাকিবের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেকে। বিশেষ করে ক্রিকেটার অনেককেই তার পক্ষে কথা বলতে দেখা গেছে।
তবে এরই মধ্যে (২৮ আগস্ট) শুভেচ্ছাদূতের পদ থেকে সাকিবকে বাদ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেদিন বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটির পক্ষ থেকে আরো জানানো হয়, ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’র শুভেচ্ছাদূ’ হিসেবে ২০১৭ সালে সাকিবকে যুক্ত করেছিলো বিএসইসি। পরে ২০২০ সালে অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলামের নেতৃত্বে বিএসইত পূর্নগঠন হলেও শুভেচ্ছাদূত হিসেবে বহাল থাকে সাকিব।
জানা যায়, এরপর থেকে পুঁজিবাজারের সমালোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুর সঙ্গে একত্রে বড় বিনিয়োগ করেছে সাকিব। এমন কি গত চার-পাঁচ বছরে পুঁজিবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ের হিরুর বেশি অভিযোগ ও কারসাজির ঘটনা রয়েছে তার সাথে শেয়ারে বিনিয়োগে ছিল সাকিবও।
তবে দোষী সাবস্ত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার হবেন না সাকিব। এমন কি জাতীয় দলে খেলতে পারবেন বলেও নিশ্চয়তা দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।