বাংলাদেশে ত্রাণ পাঠাচ্ছে তুরস্ক

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বন্যা কবলিত বাংলাদেশে ত্রাণ পাঠাবে তুরস্ক। পাশাপাশি সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ড এরদোয়ান। তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন। প্রতিবেদনে এরদোয়ানের আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনার কথাও উল্লেখ করা হয়।

প্রতিবেদনের তথ্য মতে এরদোয়ান বলেন,  বন্যায় কঠিন সময় পার করছে আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশীরা। তাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তিনি আরও বলেন, শুধু সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদেরকে একা ছেড়ে দিচ্ছি না। তারা অনেক বড়ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। আমরা তাদের এই ক্ষতি নিরাময়ের জন্য পাশে থাকবো।
 
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তিনি আরও বলেন, 'আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন সৃষ্টিকর্তা তাদের রহমত করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমরা সব সময় তাদের পাশেই আছি। '

এক্সের এক পোস্টে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ নিয়ে এরদোয়ান জানান,  'এএফএডি', 'তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা' এবং তুরস্কের বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে মোট ১৬ হাজার ৭৫০টি সহায়তা প্যাকেজ বিতরণ করাবে তুরস্ক।