ত্রাণ বিতরণের সময় বিদ্যুৎস্পৃষ্ট দুই সেনা সদস্য
বুধবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা লক্ষণপুর ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরন করতে গিয়ে বিদ্যুত স্পর্শে দুজন সেনা সদস্য ও একজন মাঝি আহত হয়েছেন। পরে নুরুল হক উচ্চবিদ্যালয় মাঠ থেকে তাদের চিকিৎসার জন্য হেলিকাপ্টারে তুলে দেয়া হয়।
তীব্র বন্যার কারণে পানিবন্দি মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন অনেকদিন যাবৎ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দি মানুষের ও গোখাদ্যর সংকট বেড়েই চলেছে। এমন সময় তীর্থের কাকের মতো ত্রাণের দিকে তাকিয়ে আছে লক্ষণপুর ইউনিয়নের পানিবন্দি হাজার হাজার পরিবার।
নাম জানাতে রাজি নয় এমন কয়েকজন সেনা সদস্য জানায়, বন্যর্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে লে. কর্নেল খবির হোসেন আরেকজন সেনা সদস্য ও একজন নৌকার মাঝি বিদ্যুৎস্পর্শে আহত হন। এমতাবস্থায় তাদের তাৎক্ষণিক মনোহরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে হেলিকপ্টারে করে কুমিল্লা সিএমএইচে হাসপাতালে পাঠানো হয়।
তবে পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তবে কিছু দিন আগে টানা বৃষ্টিতে কিছু আশ্রয়কেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় এখন ভোগান্তি বেড়েছে সবার।