বন্যার্তদের জন্য ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার

Posted by on in বাংলাদেশ 0
1st Image


বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর মত বিনিময় হয়।

সেখানে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের বিপ্লব, বর্তমান বন্যকালীন অবস্থা ইত্যাদি তুলে ধরেন অন্তবর্তীকালীন সরকার। বিপ্লবের সময় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন  বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন। তিনি আরও জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তাছাড়া সেখানে বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা হিসেবে দেবে বলেও ঘোষণা দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন। ঘোষণা শেষে,  বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, শুল্ক-মাশুল ও সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। শেষে প্রধান উপদেষ্টা ভবিষ্যত অস্ট্রেলিয়ার সাথে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি এবং অন্যান্য সহায়তা কামনা করেন।