আসছে নতুন ঘূর্ণিঝড় ‘আসনা’, আঘান হানবে যেসব অঞ্চলে

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

 

আরব সাগরের উত্তরাংশে সৃষ্ট গভীর নিম্নচাপ এখন রুপ নিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। গভীর এই ঘূর্ণীঝড়ের নাম ‘আসনা’ রেখেছে পাকিস্তান। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি) তাদের সর্বশেষ পূর্বাভাসে জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে।

শনিবারের এই পূর্বাভাসে আরও বলা হয়, বর্তমানে এটি পাকিস্তানের করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার এবং  গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।  বর্তমানে ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোচ্ছে।

এদিকে জানা গেছে, গত বুধবার রাত থেকে ‘আসনা’র প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, স্বর্কা এবং কুচ জেলায়  ভারি বর্ষণ শুরু হয়েছে। কোন কোন এলাকায় এই ভারি বর্ষণের জেরে বন্যাও দেখে দিয়েছে। পানিতে কোন কোন বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগের (পিএমডি) এক সদস্য সংবাদ সম্মেলনে জানান, ঘূর্ণিঝড়টি আসনা করাচি-গোয়াদার উপকূলে তৈরি হওয়ায় এটি পশ্চিম উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

তবে ভারতের পাশাপাশি সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানিয়েছে পিএমডি। ফলে ঝড় আসার পূর্বেই সিন্ধের কোন কোন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে পিএমডি।